করোনা উপসর্গ নিয়ে মান্দা উপজেলার চেয়ারম্যান জসিমের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :
করোনা উপসর্গ নিয়ে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মারা গেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬জুলাই) সকলে মারা যান।

তার মরদেহ মান্দার প্রসাদপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে জানিয়েছেন তার জামাই সাইফুল ইসলাম।

জসিম উদ্দিন মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নওগাঁ জেলা আওয়ামী লীগে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি ৭ নম্বর সেক্টরের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রায় এক মাস আগে জমিসের ছেলে মারা যান। জসিমের রাজশাহীতেও বাড়ি রয়েছে।


আরও পড়ুন : ১৪ বছর ধরে মান্দা আ.লীগের সভাপতি-সম্পাদক তারা: রয়েছে অভিযোগের পাহাড়


হাসপাতাল সূত্রে জানান যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। জসিম উদ্দিনের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

স/রা