করোনার বিষে নীল আরও প্রায় আট হাজার প্রাণ

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গোটা মহামারীতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৮ লাখ ৪৮ হাজার। এর মধ্যে নতুন করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে সাত হাজার আটশ’ মানুষের মৃত্যু হয়েছে।

দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের ওপর মানুষ মারা গেছে। ৯৭ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

এছাড়া, একদিনে রেকর্ড ৯২৪ জনের মৃত্যু দেখল রাশিয়া।

অন্যদিকে, জার্মানিতে এ সংখ্যা ৪১৪। এদিন মেক্সিকোয় ৭১৩ এবং ব্রাজিলে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। তিনশ’র বেশি প্রাণহানি হয়েছে ইউক্রেনে।

এখন বিশ্বে মোট কোভিড রোগী শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭৫ লাখের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে সর্বপ্রথম চীনে শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর এই ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন