করোনার পর ভারতে এবার ‘শিগেলা’র হানা

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই ভারতে নতুন করে হানা দিয়েছে ‘শিগেলা ব্যাকটেরিয়া’।

দেশটির কোঝিকোড়ের পর এবার কোচিতেও দেখা মিলল এই ব্যাকটেরিয়ার। বুধবার ৫৬ বছর বয়সী এক নারীর শরীরে পাওয়া গেছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ।

দু’সপ্তাহ আগেই কোঝিকোড়ে ১১ বছরের এক ছেলের মৃত্যু হয় এই রোগে। পরে অন্তত ৩৬ জনের শিগেলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও সপ্তাহ খানেকের মধ্যে তারা সুস্থ হয়ে যান।

এবার আক্রান্ত এরনাকুলাম জেলায় কোচির এক বৃদ্ধা। এ ব্যাপারে সতর্ক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

শিগেলা কী?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিগেলার সংক্রমণ থেকে হওয়া শিগেলোসিস এক জাতীয় ছোঁয়াচে ভাইরাল ইনফেকশন। ১০ বছরের নিচে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি।

পানীয়, বাসি খাবার ও সংক্রমিত ব্যক্তির বাথরুম ব্যবহারে শিগেলোসিস ছড়িয়ে পড়ে।

এটি এমনিতে খুব ভয়ানক কোনো অসুখ নয়। কিন্তু কারো কো-মর্বিডিটি থাকলে তার ক্ষেত্রে রীতিমতো সমস্যা তৈরি হতে পারে।

উপসর্গ হল পেটে ব্যথা, ডায়েরিয়া ও জ্বর। সংক্রমিত হওয়ার ১-২ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়।

 

সুত্রঃ যুগান্তর