করোনার টিকায় মিয়ানমারকে অগ্রাধিকার দিতে চায় চীন

করোনার টিকা প্রদানের ক্ষেত্রে মিয়ানমারকে অগ্রাধিকার দিতে চায় চীন। দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ইয়াং জিয়েচি এ তথ্য জানিয়েছেন।

ইয়াং জিয়েচি বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন। মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট ও  স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি করোনার টিকার ব্যাপারে মিয়ানমারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি জানান।

গত জানুয়ারিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মিয়ানমার সফর সফল দাবি করে ইয়াং জানান, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে।

করোনা মোকাবিলায় দুই দেশ পরস্পরকে যে সহযোগিতা করেছে তাকে ভ্রাতৃসুলভ বলে মন্তব্য করেন ইয়াং।

তিনি জানান, মিয়ানমারের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। চীনের মূল স্বার্থ রক্ষায় মিয়ানমার যে কড়া সমর্থন দিয়ে যাচ্ছে তাকে স্বাগত জানায় বেইজিং।