করোনার ছুটির পর রাজশাহীসহ পশ্চিমাঞ্চলে চলবে যেসব ট্রেন

নিজস্ব প্রতিবেদক:


করোনাভাইরাসের সাধারণ ছুটির পর রাজশাহী অর্থাৎ পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে ট্রেন চলাচল শুরু হবে। রেল মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষও ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছে।

পশ্চিমাঞ্চলে চলবে যেসব ট্রেন চলবে তার তালিকা:

তবে প্রাথমিক অবস্থায় সিমিত আকারে ট্রেন চলাচল করবে। বৃহস্পতিবার (২৮ মে) নেয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে পশ্চিম রেলের তিনটি ট্রেন চলবে। এর মধ্যে রাজশাহীর বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটিও আছে।

আরও পড়ুন: ৩১ মে থেকে রাজশাহী হতে সীমিত আকারে ট্রেন চলাচল ফের শুরু

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহী থেকে শুরু বনলতা এক্সপ্রেস চলবে। এক হাজার ৯৮টি সিটের বিনিময়ে বিক্রি করা হবে অর্ধেক। এর মধ্যে ২৫ শতাংশ কাউন্টারে ও ২৫ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে বলে তিনি জানান।

স/আ