করোনামুক্ত হলেও খেলতে পারছেন না মঈন আলী

মহামারি করোনাভাইরাস মুক্ত হলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলী। শ্রীলংকা সফরে করোনা পজিটিভ হওয়ায় চলমান গল টেস্টে খেলতে পারছেন না তিনি।

রোববার গল টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির সময় সংবাদ আসে করোনামুক্ত মঈন আলী। তখন ইংল্যান্ড ড্রেসিংরুমে বাড়তি আনন্দ দেখা যায়। ১৩ দিনের চিকিৎসা শেষে করোনামুক্ত হলেন ইংলিশ এই অলরাউন্ডার।

শ্রীলংকা সফরে পৌঁছার পরই ইংল্যান্ডের সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হয়। সেই টেস্টে পজিটিভ আসে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মঈন আলীর। তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও যুক্তরাজ্যের নতুন ভাইরাসের কথা চিন্তা করে শ্রীলংকান সরকার আরও তিন দিন বাড়িয়ে দেয়।

করোনা মুক্ত হলেও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মঈন আলীর খেলা অনিশ্চিত। ১৩ দিন কোয়ারেন্টিনে থাকায় তিনি অনুশীলন করতে পারেননি। যে কারণে দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

 

 

সুত্রঃ যুগান্তর