করোনাভাইরাস: চালের দাম বেশি রাখায় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে বিভিন্ন চালের দোকানে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়।

আজ রবিবার দুপুরে দুর্গাপুর বাজারে খুচরা ও পাইকারি চালের দোকানে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।

তিনি জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্ককে পুঁজি করে হঠাৎ কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্য বৃদ্ধি করে চওড়া দামে চাল বিক্রয় শুরু করেন। সেই সাথে জনসাধারণকে আর্থিক ক্ষতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা। যার কারনে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চাল বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বলন উদ্দিনকে ১০ হাজার, সামসুল ইসলামকে ৫ হাজার, সামসুজ্জোকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা চালের মুল্য বৃদ্ধির অভিযোগ স্বীকার করে টাকা পরিশোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতিরি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমূখ।

স/স্ব