করোনাজয়ীদের পরবর্তী চিকিৎসাসেবায় ভারতে চালু হচ্ছে ক্লিনিক

ভারতের মধ্যে সর্ব প্রথম দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে পোস্ট কোভিড ক্লিনিক। যেখানে করোনাজয়ীদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। শারীরিক সমস্যা হলে সেখানে চিকিৎসা দেওয়া হবে। চলতি সপ্তাহে এটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ কিন্তু বহু কোভিডজয়ীরই শরীরে নানান সমস্যা তৈরি হচ্ছে। নতুন করে উপসর্গ দেখা দিচ্ছে। এর ফলে অনেক সময় তাদের ফের হাসপাতালে ছুটতে হচ্ছে।

রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. বিএল শেরওয়াল বলেন, করোনা জয় করেছেন এমন মানুষদের মধ্যে ফের উপসর্গ দেখা দেয়। আমরা অনেক রোগীর ফোন পেয়েছি। ক্লিনিক চালুর পর ফের উপসর্গ দেখা দিয়েছে এমন করোনাজয়ীদের রেখে পর্যবেক্ষণ করব, সিটি স্ক্যান করবো এবং ভিন্ন ভিন্ন রোগীর আরোগ্য লাভের প্রক্রিয়া ও উপসর্গও পর্যবেক্ষণে রাখা হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন