করোনা আতঙ্কে মাওবাদীরাও, উপসর্গ থাকলেই ডেরা ছাড়ার নির্দেশ

সামান্য সর্দি-কাশি হলেও শিবিরে আসার দরকার নেই। করোনা রুখতে এবার জোর তৎপর মাওবাদীরাও। ইতিমধ্যেই বস্তারে মাও-ডেরা ছেড়ে গিয়েছেন বেশ কয়েকজন মাওবাদী সদস্য। সংগঠনে যাতে কোনওভাবেই মারণ ভাইরাস প্রভাব বাড়াতে না পারে তার জন্য চূড়ান্ত সতর্কতা নিচ্ছেন মাওবাদী নেতারা।

ইতিমধ্যেই ছত্তীসগড়ের বস্তারে মাওবাদী শিবির ছেড়ে যেতে হয়েছে বেশ কয়েকজনকে। রাজ্য পুলিশের দাবি, মাওবাদীদের বিভিন্ন শিবিরেই এখন চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।

কারও শরীরে করোনার উপসর্গ থাকলেই তাঁকে শিবির ছাড়তে বলছেন কমান্ডাররা। ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে মাওবাদী দলের সদস্যদের শিবির ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।

সম্প্রতি সম্প্রতি এক মহিলা মাওবাদী সদস্য শিবির ছেড়ে ছত্তীসগড়ের বীজাপুর জেলার গ্রামে ফিরেছেন। ওই মহিলার করোনার উপসর্গ রয়েছে।

সংগঠনের বাকিরাই ওই মহিলাকে শিবির ছেড়ে চলে যেতে বলেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোডাকপল থানা এলাকার পেডাকবলি গ্রামের কাছে জঙ্গল থেকে সুমিত্রা চেপা নামে ওই মাওবাদী সদস্যকে আটক করে পুলিশ। সূত্র: কলকাতা 24