কপিল দেবকে টপকে গেলেন অশ্বিন

টেস্ট উইকেট শিকারে স্বদেশী পেস কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গেলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ কপিল দেবের ৪৩৪ উইকটেকে তিনি ছাড়িয়ে যান। ম্যাচের তৃতীয় দিনে চারিথ আসালাঙ্কাকে ২০ রানে ফিরিয়ে দিয়ে ৪৩৫  উইকেটের নতুন মাইলফলকে পৌঁছান অফ স্পিনার অশ্বিন।

মোট ৪৩৬ উইকেট নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর স্থান দখল করেছেন।

এই তালিকায় ৬১৯ উইকেট নিয়ে সবার ওপররে আছেন স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। শুধু তাই নয়, ৩৫ বছর বয়সী অশ্বিন টপকে গেছেন ৪৩৩ উইকেট শিকারী লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকেও। স্থান করে নিয়েছেন বিশ্বের শীর্ষ দশ টেস্ট উইকেট শিকারীর তালিকায়। ৮০০ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধারন।

৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সদ্য প্রয়াত  অস্ট্রেলিয় কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন।  ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নেতৃত্ব দেয়া কাপিল দেব ১৩১টি টেস্ট খেলার পর ১৯৯৪ সালে অবসর গ্রহণ করেন। অবসরের আগে তিনি টপকে যান নিউজিল্যান্ডের পেসার রিচার্ড হ্যাডলিকে। ২০০০ সাল পর্যন্ত কাপিলের দখলে ছিল সর্বাধিক টেস্ট উইকেট শিকারের রেকর্ডটি।

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত হওয়া অশ্বিনের ৮৫ টেস্টে বোলিং গড় ২৫ এর নিচে।

 

সূত্রঃ কালের কণ্ঠ