কথাশিল্পী রাহাত খানের জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ বাংলাদেশের কথাশিল্পী রাহাত খান জন্মগ্রহণ রয়েছেন। ১৯৪০ সালের এই দিনে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এই ধনু রাশির জাতক। ছোটগল্প ও উপন্যাস দুই শাখাতেই তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তবে কর্মসূত্রে তিনি একজন সাংবাদিক। দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

 

১৯৭২ সালে তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘অনিশ্চিত লোকালয়’ প্রকাশিত হয়। তাঁর লেখা ‘দিলুর গল্প’ শিশুসাহিত্য হিসেবে এখনো বেশ জনপ্রিয়। ১৯৯৬ সালে সাহিত্যে সর্বোচ্চ জাতীয় পুরস্কার একুশে পদক পান রাহাত খান।

 

রাহাত খানের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো ‘এক প্রিয়দর্শিনী’, ‘অমল ধবল চাকরি’, ‘সংঘর্ষ’, ‘ছায়াদম্পতি’, ‘শহর’, ‘হে অনন্তের পাখি’, ‘মধ্যমাঠের ফুটবলার’, ‘আকাঙ্ক্ষা’ প্রভৃতি। ৩২টির বেশি উপন্যাস লিখেছেন রাহাত খান।

সূত্র: এনটিভি