সোমবার , ১১ মে ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কঠিন কৃচ্ছতার পথে সৌদি, ভ্যাট তিনগুণ বাড়িয়ে প্রত্যাহার ভাতা

Paris
মে ১১, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আন্তজার্তিক বাজারে তেলের অস্বাভাবিক দরপতনে ভ্যাটের পরিমাণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেই সাথে সরকারি চাকুরিজীবিদের জীবনযাপ ব্যয় ভাতা বন্ধের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার সৌদি আরবের অর্থমন্ত্রী এ তথ্য জানায়।

সৌদি আরবে বাড়ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। আগামী ১ জুলাই থেকে তিনগুণ বাড়ছে ভ্যাট। ভ্যাটের পরিমাণ বেড়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে সৌদি আরবে ভ্যাট প্রথা চালু হয়েছিল।

এ ছাড়া আগামী জুন থেকে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি অর্থমন্ত্রী বলছেন,তেলের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গেল সপ্তাহে হুঁশিয়ারি জানান তিনি।

করোনাকে ঘিরে বন্ধ রয়েছে দেশটির রেস্তোরা, সিনেমাহল,সেই সাথে বন্ধ রয়েছে বিমান চলাচল। এমনকি করেনা যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য এবারের মত ওমরাহ হজ স্থগিত করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত ৩৯ হাজার ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৪৬ জন।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক