শনিবার , ১৯ আগস্ট ২০১৭ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কক্সবাজারে প্রাইভেটকার-ইজি বাইক সংঘর্ষে দুই জনের মৃত্যু

Paris
আগস্ট ১৯, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  কক্সবাজার শহরে প্রাইভেটকার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।  শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের মোটেল রোডের শৈবাল হোটেলে সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার ছেলে শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫)।

আহতরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী  থানার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪০), একই এলাকার হারুনুর রশিদ (৩০), হেলাল উদ্দীন (৩৭) ও  ইজি বাইকের চালক আলমগীর (৩৫)। অন্য এক জনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিহত শাহ আলমের বন্ধু মো. আলী জানান, তারা খুব সকালে সৈকত দর্শনে সৈকতের লাবণী পয়েন্টে যান। সেখান থেকে তারা শহরে ফিরছিলেন। রাস্তায় শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন ইজি বাইকের  চালক ও যাত্রীরা। তবে মো. আলী অক্ষত রয়েছেন।

মো. আলী আরও জানান,  তারা কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে কক্সবাজার এসেছিলেন।

ফায়াস সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।’

 

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়