ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন হাফিজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। এর আগে ইংল্যান্ড সফরে গোড়ালির ইনজুরিতে পড়ে দেশে ফেরত আসলেও নিজেকে আর ফিট প্রমাণ করতে পারেননি তিনি।

 

ডানহাতি ব্যাটসম্যান হাফিজকে তিন সপ্তাহের বিশ্রামের জন্য বলা হয়েছে। তাই আগামী ১৩ অক্টোবর সংযুক্ত ‍আরব আমিরাতের শারজায় শুরু হওয়া প্রথম টেস্টে ফেরার আশা করছেন তিনি।

 

সাম্প্রতিক সময়ে অবশ্য হাফিজের ব্যাট হাসছে না। ইংলিশ সফরে টেস্টের পর ওয়ানডেতেও ব্যর্থ ছিলেন তিনি। তবে দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে নির্বাচকরা তার প্রতি আস্থা রাখছেন।

 

ওয়ানডেতে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৭৭ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী হাফিজ। যেখানে ৩২.৩৫ গড়ে ১১টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি সহ ৫ হাজার ৪০৪ রান করেন তিনি।

 

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শারজায় ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে তিন ম্যাচে টি-টোয়েন্টি খেলবে দু’দল।

সূত্র: বাংলা নিউজ