রাজপাড়া ওসির উদ্যোগ ‘থানায় জিডি মামলা করতে টাকা-পয়সা লাগে না ‘

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান। থানায় আগত সেবাগ্রহীতারা নিকট থেকে যেন কেউ কোনো অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে না পারেন-এর জন্য তিনি একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এতে লিখা রয়েছে, ‘থানায় জিডি, মামলা করতে কোনো ফি/টাকা-পয়সা লাগে না। রাজপাড়া, মহানগর-রাজশাহী।’

মঙ্গলবার থেকে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান তার থানায় এই সাইনবোর্ডটি ঝুলিয়ে দেন। এরপর তিনি নিজের ফেসবুক পেজেও ওই সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন।

জানতে চাইলে হাফিজুর রহমান বলেন, ‘জনগণের সব দিতে আমরা বদ্ধ পরিকর। এই সেবার নামে যেন কেউ কোনো দুর্নীতির আশ্রয় নিতে না পারেন, এমনকি সেবাগ্রহীতাও যেন পুলিশকে প্রভাবিত করতে না পারেন-এর জন্য সচেতনতামূলক ওই সাইনবোর্ডটি ঝুলিয়ে দেওয়া হয়েছে।’

ওসি আরো বলেন, ‘ঘুষ-দুর্নীতিরোধে আমাদের সকলকেই সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সমাজ থেকে ঘুষ-দুর্নীতি উঠে যাবে। মানুষ তার প্রকৃত সেবা পাবে। সমাজেও শৃঙ্খলা ফিরিয়ে আসবে। এর জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের ধারাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

স/আর