ওষুধের নাম লিখে কমিশন গ্রহণ করা কি জায়েজ?

প্রশ্ন : বর্তমানে অনেক ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে তাঁদের পছন্দের বা তাঁদের সঙ্গে চুক্তি হয়েছে এমন কম্পানির ওষুধ লিখে দেন এবং যে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন, সেটার মধ্যে তাঁর সিলমোহর থাকে এবং তাঁর দ্বারা ওই কম্পানি তাঁকে শনাক্ত করে তাঁর নামে ২৫ অথবা ৩০ শতাংশ কমিশন লিখে রাখে। প্রশ্ন হলো, এভাবে কমিশন দেওয়া-নেওয়া কি জায়েজ হবে?

স্বপন, চৌমুহনী, নোয়াখালী।

উত্তর : শরিয়তের দৃষ্টিতে এই পদ্ধতি শ্রমবিহীন পরামর্শ দিয়ে বিনিময় নেওয়া বৈধ নয়। তাই ডাক্তারদের জন্য রোগীর স্বার্থ ক্ষুণ্ন করে চুক্তিভিত্তিক অন্য কম্পানির ওষুধ লিখে কমিশন গ্রহণ করা জায়েজ হবে না। (আদ্দুররুল মুখতার : ৪/৫৬০, রদ্দুল মুহতার : ৪/৫৬০, কাওয়ায়িদুল ফিকহ, পৃ. ৫৭, ইমদাদুল ফাতাওয়া : ৩/৪১০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৪৫৩)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

 

সূত্রঃ কালের কণ্ঠ