‘ওরা পারেনি পিতা’

সৈয়দ আনোয়ার সাদাৎ

হায়েনার হামলা,রক্তাক্ত পিতাসকরুণ নিদ্রায় শায়িত,
হৃদয় বিদ্ধ শোণিত গোলাপ,
এ তাঁর বিশ্বাসের অর্ঘ্য।
ভালোবাসার মূল্য বুঝে না হায়েনা,
শত্রু পক্ষও বোঝে না মানবতা,
স্বাধীনতা বিরোধী মানে না বশ্যতা,
বুঝলে না কেন পিতা?
বুকে টেনে নিলে,
কী এমন পেলে?
মীরজাফর সেনা সন্তান পিতৃ হন্তারক হয়ে,
৭১ এর বদলা নিলো নির্মম বুলেটে।
বঙ্গমাতার আঁচল তলে লুটিয়ে পড়া পলাশ,
জবারা ভূলুণ্ঠিত স্বাধীনতা চেয়ে চেয়ে দেখি আজো।
পিতা চির নিদ্রায়,
পাকিরা উল্লসিত অমানবিক বন্যতায়,
সৎকার করতে দেয়নি তারা কী নির্মম!
চিনতে পারনি পিতা,
চিনেছি আমরা তাদের,
তাই তারই বিচার করে উন্নত করি শির।
তবু অশ্রু থামে না,বুকে বেদনা,
সান্তনা মেলে না পিতা,
তুমি হীন বাংলা কাঙাল আজোবাঙালি আর এক হলো না;
বিকৃত রুচির আস্ফালনে দালাল দাপটে চলে নিত্য,
পারি না কিছু করতে,
পারিও না সইতে,
ভগ্ন হৃদয়ে প্রার্থনা তাই,
তুমি ভালো থেকো নিশ্চিতে,
ওরা পারেনি,
পারবেও না তোমায় মুছে ফেলতে।