‘ওপারে ভালো থাকিস ভাই’

নিজস্ব প্রতিবেদক

বন্ধু তো বন্ধুই। এর তুলো না হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যেন একে অপরের কাছের বন্ধু। পরস্পরের মধ্যে তেমন চেনা-জানা না থাকলেও দুজনের রাবির শিক্ষার্থী সে সূত্রে বেশ মিল রয়েছে। আবার রাবিতে পড়াশোনার সুবাদে রুম মেট, বা ক্লাস মেট বা কারো রাস্তা যাওয়া আসায় দেখা হয় এমন বন্ধু তো সবাই।

 

বলছিলাম, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর কথা। সকালে লিপুর মৃত্যুর খবরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বন্ধুকে হারানোর কথা ব্যক্ত করেন।

 

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহমিদ সৌরভ তার ফেসবুকে লিখেছেন ‘অনেক বকেছি তোকে। ওপারে ভালো থাকিস ভাই। ক্ষমা করিস আমাদের।’

 

02

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সাইফৃুর রহমান রকি লিখেলেন, ‘প্রিয় ক্যাম্পাস! আমার মতিহারের সবুজ ক্যাম্পাস কি শুধু নিতেই জানে ???? একের পর এক লাশের মিছিলে আবার যুক্ত হল নতুন একজন। কখনো শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক, কখনো মেধাবী তরুন আবার কখনো বিভাগের প্রিয় ছোটভাই।’

 

‘প্রিয় ক্যাম্পাসের এই নিউজগুলো কাভার করতে গেলেই অজান্তে চোখদুটো ঝাপসা হয়ে আসে। চোয়াল শক্ত করে শূণ্যে তাকিয়ে ভাবি, আমরা সংবাদকর্মী। আমাদের আবেগ থাকতে নেই। সামনে দীর্ঘ পথ।আবার ছুটতে হবে নতুন কোন খবরের আশায়।’

 

‘পেছনে পড়ে থাকে প্রিয় মতিহারের সবুজ ঘাস, প্যারিস রোডের দুপাশে দাড়িয়ে থাকা গগনচুম্বী প্যারিস গাছ, আমার প্রিয় রবীন্দ্র ভবন, আমার প্রানের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যেখানে আমার শেকড়ের শুরু, প্রিয় শিক্ষকদের মুখ, কত শত দিনরাত পার করা লালন ভাই, কেনু ভাইয়ের চায়ের দোকান আর ফেলে আসা আমার সোনালি অতীত। ভালো থাকুক প্রিয় মতিহার। ছুটতে হবে নতুন কোন সংবাদের আশায়…………….’

14555643_1816498095305961_641309780_n

রাবির আরো একজন শিক্ষার্থী শরিফুল ইসলাম লিখেছেন, ‘সকাল সাড়ে আটটার দিকে এস এম হল থেকে বের হয়ে ক্লাসের দিকে যাবো। এমন সময় কেউ একজন বলল, লতিফ হলে ডাইনিংয়ের পাশে লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে লিপু ভাইকে ফোন দিলাম তথ্য নেওয়ার জন্য।’

 

‘কিন্তু মোবাইল বন্ধ পেলাম। তারপর গেলাম ঐ হলের দিকে। কিন্তু প্রথমেই হলের ভেতর যেতে পারলাম না। পরে যখন গিয়ে লাশ দেখতে গেলাম তখনই দেখলাম লিপু ভাইকে পড়ে….। যার কাছে ফোন করলাম ঘটনা জানার জন্য গিয়ে দেখি সেই ঘটনা। আমি এটা ভাবতেই পারছি না যে আপনি নেই। ‘

 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আব্দুল লতিফ হলের ক্যান্টিনের পেছনের ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু। তিনি নওয়াব আব্দুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

 

 

স/আ