ঐতিহাসিক টেস্টে লজ্জার রেকর্ড মুমিনুলের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এ রেকর্ড চান না কোনো ক্রিকেটার। যেকোনো ব্যাটসম্যানের কাছেই এটি চরম লজ্জার। আর সেই ব্যাটার যদি হন অধিনায়ক, তা হলে তো দলের মনোবলেই আঘাত লাগে।

মুমিনুল হক তাই নিশ্চয়ই ইডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের দুঃসহ যাতনা ভুলে যেতে চাইবেন। প্রথম ইনিংসে উমেশ যাদবের বলে দ্বিতীয় স্লিপে রোহিত শর্মাকে লোপ্পা ক্যাচ দেন তিনি। ৭ বল খেলে ০ রানে ফেরেন বাংলাদেশ ক্যাপ্টেন।

মুমিনুল দ্বিতীয় ইনিংসে খেলেন ৬ বল। এবারও রানের খাতা খুলতে পারেননি তিনি। এ দফায় ইশান্ত শর্মার বলে উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে ক্যাচ তুলে দেন পয়েন্ট অব ডায়নামো।

২ ইনিংসেই ০ করেন মুমিনুল। ক্রিকেটীয় পরিভাষায় একে বলা হয় ‘পেয়ার’। এতে ভারতের বিপক্ষে এক টেস্টে দুবার ০ করা দলনায়ক বনে যান তিনি। গোলাপি বলের টেস্টে দুই ইনিংসে ডাক মারা বাংলাদেশের প্রথম ক্রিকেটারও লিটলম্যান।

সব ব্যাটসম্যানই চান এমন লজ্জা এড়িয়ে যেতে। এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সঙ্গে জড়িয়ে পড়লেও দ্রুত তা স্মৃতি থেকে মুছে ফেলতে। তবে মুমিনুলের পক্ষে এটি ভুলে যাওয়া সহজ নয়। কারণ বিশ্বের কোনো টেস্ট অধিনায়কই তার এ রেকর্ড কেড়ে নিতে পারবেন না!