এ মাসের মধ্যে আড়ানীর সেই রেলসেতুর স্লিপারের ব্যবস্থা

আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর উপর নির্মিত নড়বড়ে রেল সেতুর নষ্ট হয়ে যাওয়া স্লিপারের অবশেষে ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম প্রধান প্রকৌশলী আফজাল হোসেন  সোমবার সকালে সেতু পরিদর্শনকালে এ আশ্বাস দেন। তবে এখুনি না এ মাসের মধ্যে ব্যবস্থা হবে।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর উপর কাঠের ২৬২টি স্লিপার দিয়ে নির্মিত এ সেতু। এরমধ্যে ৬০টি স্লিপার প্রায় নষ্ট হয়ে গেছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে ১৩টি ট্রেন দুইবার যাতাযাত করে। এমন অবস্থায় ট্রেন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ফলে ট্রেন দুর্ঘটনা ঠেকাতে রেল কর্তৃপক্ষ স্লিপারে কাঠের গুজ এবং বাঁশের বাতা ব্যবহার করে। এ নিয়ে রোববার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তারপর সোমবার মিস্ত্রি দিয়ে বাঁশের বাতা উঠিয়ে দেয়া হয়। পাশাপাশি কাঠের গুজ তুলে লোহার পিন লাগানো হয়েছে।

এদিকে সেতুর বেহাল অবস্থার বিষয়ে পত্রিকায় সংবাদ দেখে সোমবার সকালে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম প্রধান প্রকৌশলী আফজাল হোসেন সেতু পরিদর্শন করেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম প্রধান প্রকৌশলী আফজাল হোসেন বলেন, আমাদের দেশে স্লিপার তৈরী হয়না। এগুলো বিদেশে তৈরী হয়। ফলে আমরা স্লিপারের বিষয়ে চাহিদা দিয়েছি। চাহিদা মতো স্লিপার আসতে মাস খানেক সময় লাগবে। তবে স্লিপার আসার সাথে সাথে সেতুতে লাগিয়ে দেয়া হবে। আমরা সাধারণত একটি স্লিপার ৪০ ভাগ ভালো থাকলে সেতু বা লাইনে ব্যবহার করলে কোন সমস্যা হয় না। এর বেশি হলে সেগুলো সরিয়ে নতুনভাবে লাগিয়ে দেয়া হয়। তবে এ সেতুতে কিছু স্লিপার ৪০ ভাগের বেশি নষ্ট হয়েছে। সেগুলো দু/এক দিনের মধ্যে লাগানো হবে।

স/অ