এ কে সরকার শাওন’র কবিতা ‘স্বপনচারিনী’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

 

অমন করে হাসো কেন?
চোখ ফেরানো দায়!
চোখের উপর চোখ পড়িলে,
মন হারিয়ে যায়!

নীল গগনে উড়ে বেড়াই
তোমায় পাশে নিয়ে!
পাগল মন নেচে উঠে
তোমার সাড়া পেয়ে!

আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে ভাসো;
কথামালার অবসরে
খিলখিলিয়ে হাসো!

তন্ময় হয়ে ভাবী আমি,
তুমি নারী নাকি পরী!
বিশ্বমাঝে তোমার রূপের,
পাইনা খুঁজে জুড়ি!

মনে থাকো স্বপনে থাকো,
থাকো যখন যেথায় ধাই!
কেউ এসে ধ্যান ভাঙ্গিলে,
নিমিষেই নিঃস্ব হয়ে যাই!

 

কবিতা: স্বপনচারিনী
কাব্যগ্রন্থ: প্রণয়-প্রলাপ