এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ আইওএসে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য আইওএস প্লাটফর্মে ইয়ন্ডার মিউজিক অ্যাপ নিয়ে এসেছে। এখন থেকে গ্রাহকরা চাইলে অ্যাপটি ডাউনলোড করে দেশীয় ও আন্তর্জাতিক গানের বিশাল এই সম্ভার থেকে গান বেছে নিতে পারবেন।
রবি ও এয়ারটেল একীভূতকরণের ফলে এয়ারটেলের গ্রাহকরা দেশের সবচেয়ে বড় গানের লাইব্রেরি এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ উপভোগ করতে পারবেন। গত বছরের ১৩ ডিসেম্বর এয়ারটেল গ্রাহকদের জন্য এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যাপ চালু করে রবি। তখন এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্মেই ছিল।
এয়ারটেল গ্রাহকদের অ্যাপটি গ্রহণ করার জন্য কিংবা অ্যাপটি থেকে গান শোনার জন্য কোন চার্জ প্রদান করতে হবে না। শুধু তাদের মোবাইল ফোনে এয়ারটেলের সক্রিয় ডাটা প্যাক থাকলেই চলবে।

 

এছাড়াও অপারেটরটি একটি ফুড ম্যারাথনের মাধ্যমে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক। তরুণদের মাঝে গান শোনার অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় করে তুলতে সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সফর করবে এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপ। এছাড়া বছরজুড়েই থাকবে বিভিন্ন ক্যাম্পেইন ও অনুষ্ঠান।

সূত্র : টেকশহর