শনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এমসিসি টি-২০ টুর্ণামেন্ট: ফাইটার রাজশাহী ও কিংস ইলেভেনের টানা ২য় জয়

Paris
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রয়েলস কে ৩ উইকেটে পরাজিত করে ফাইটার রাজশাহী ও পদ্মা ওয়ারির্য়াসেকে ১১ রানে হারিয়ে কিংস ইলেভেন সিল্ক সিটি  টানা দ্বিতীয় জয় পেয়েছে। এদিকে নিজেদের ১ম খেলায় জয় পেয়েছে নর্দান টাইটান ও রাজশাহী বুলস্।

আজ শনিবার রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনষ্ঠিত বি গ্রুপের প্রথম খেলায় নর্দান টাইটান ১৯ রানে পরাজিত করে বরেন্দ্র হিরোজ কে।

টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানালে নর্দান টাইটান টনির ২৬ বলে ৫৯ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। ১৭৬ রানের লক্ষে ব্যাট করতে এসে ২০ ওভারে বরেন্দ্র হিরোজ ৯ উইকেটে ১২৯ রান করলে নর্দান টাইটান ১৯ রানে ম্যাচ জিতে তাদের শুভ সূচনা করে।। দলের পক্ষে আমিরুল ৪৩ বলে ৬৩ রান করেন।

এই মাঠে দিনের অপর খেলায় শক্তিশালী পদ্মা ওয়ারির্য়াসকে ১১ রানে পরাজিত করে কিংস ইলেভেন।

টস জিতে পদ্মা ওয়ারির্য়াসের অধিনায়ক কবীর তুহিন কিংস ইলেভেন কে ব্যাট করার আমন্ত্রন জানালে জনির ৩৮ বলে ৭০ রানের দৌলতে ১৮১ রান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে।১৮২ রানের লক্ষে ব্যাট করতে এসে ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৭০ থেমে যায় পদ্মা ওয়ারির্য়াস। দলের পক্ষে ১৭ বলে ৩৯ রান করেন টিংকু।

মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এ গ্রুপের প্রথম খেলায় রাজশাহী বুলস্ রাজশাহী সিক্সসারকে ৫ উইকেটে পরাজিত করে।

টস জিতে বুলস ব্যাট করার আমন্ত্রন জানায় রাজশাহী সিক্সসারকে। নিদ্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সিক্সসার। দলের পক্ষে শাহিন ২৯ বলে ৬৬ রান করেন। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে এসে রাজশাহী বুলস ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করে তাদের নিজেদের প্রথম খেলায় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই গ্রুপের অপর খেলায় ফাইটার রাজশাহী ৩ উইকেটে পরাজিত করে রাজশাহী রয়েলস কে।

টস জিতে ফাইটার রয়েলসে ব্যাট করতে পাঠালে তারা ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের পক্ষে রিপন ৩২ রান করেন। ১৬৯ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ফাইটার ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে নেয়। দলের পক্ষে সুমন ৩১ বলে ৬২ রান করেন।

স/অ

সর্বশেষ - খেলা