এমবাপ্পের দৃষ্টিতে কে সেরা: মেসি না রোনাল্ডো?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির বিপক্ষে আজ রাত ৯টায় মাঠে নামছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুদলের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

ফ্রান্সের এই তারকা ফুটবলার মনে করেন, মেসির চেয়ে রোনাল্ডো সেরা। খবর মার্কার।

ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে মরক্কোর সঙ্গে হেরে বাদ পড়েছে রোনাল্ডোর পর্তুগাল। তবু পতুর্গালের এই খেলোয়াড়কে ‘আইডল’ মনে করেন এমবাপ্পে।  ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পিএসজির ডিফেন্ডার আবদো দিয়ালো।

আবদো দিয়ালো বলেন, ‘এমবাপ্পের কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে প্রিয়। যদি আপনি তাকে মেসি বনাম রোনাল্ডো নিয়ে প্রশ্ন করেন, তবে সে আপনার সঙ্গে ঘণ্টাখানেক বিতর্ক করবে।  সে মনে করে, রোনাল্ডোর নাগাল পাওয়া অসম্ভব। ‘

২০১৮-এর রাশিয়া বিশ্বকাপে কাপ নিয়েছে কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স।  তবে পাঁচবার বিশ্বকাপ খেলেও কাপ নিতে পারেনি মেসি। এবার দ্বিতীয়বারের মতো মাত্র ২৩ বছর বয়সে কাপ নেওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে  কিলিয়ান এমবাপ্পে।