এমপি দারা কে মনোনয়ন না দেয়ার দাবি আ’লীগের ৭ জন মনোনয়ন প্রত্যাশীর

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বর্তমান সংসদ সদস্য ও পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজি আবদুল ওয়াদুদ দারাকে আসন্ন সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না দেয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।

আজ মঙ্গলবার বিকেলে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এ বক্তব্য দেয়া হয়েছে। দুর্গাপুর উপজেলা আ.লীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, দুর্গাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান ফিরোজ।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ,লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক সাংসদ এ্যাডঃ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সরদান, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান, আ.লীগের উপ-কমিটির ধর্মবিষয়ক সম্পাদক আবু সায়েম এবং বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আসিফ ইবনে আলম তিতাস।

তাজুল ইসলাম ফারুকসহ ওপরের সাত জনই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের আ.লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি।

দুর্গাপুর পৌর আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌর আ,লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পুজা উদযাপন কমিটির সভাপতি বিনয় সরকার, ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী মোল্লা, ৫ নং ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, ৭ নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান সমসের আলী, ৩ নং পানানগর ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী খান, ৪ নং দেলোয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পুঠিয়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহরিয়অর রহিম কনক, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল ফজল , উপজেলা ছাত্রীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রার্থীরা ছাড়াও তৃণমুল নেতাকর্মীরা দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি করেন ওপরের ৭ জন প্রার্থীদের মধ্যে যে কোন একজন কে পুঠিয়া দুর্গাপুর আসনের দলীয় মনোনয়ন দেয়া হলে তারা মেনে নেবেন। অন্যথায় আগামী নির্বাচনে আবারো দারাকে মনোনয়ন দেয়া হলে দলীয় নেতাকর্মীরা তাদের প্রত্যাহার করবে বলেও হুশিয়ারী দেন তারা।

পুুঠিয়া দুর্গাপুরের সাংসদ দারা’র অনিয়ম,দূর্নীতি, দলীয় কর্মীদের অমুল্যায়সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।

এসময় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি ৭ জন আগামী নির্বাচনে এমপি দারা কে বাদ দিয়ে তাদের ৭ জন প্রার্থীদের মধ্যে যে কোন একজনকে মনোনয়ন দেয়া হলে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার শপথ করেন।

এর আগে দুপুর পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শোক সভায় আসতে থাকে বিকেল গড়াতেই সভাস্থল জনসভায় রুপান্তিত হয়। সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয় করা হয়।

স/অ