শুক্রবার , ২০ আগস্ট ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এমন মাছ আগে দেখেনি, পাখা দেখে নাম দিয়েছে ‘পাখি মাছ’

Paris
আগস্ট ২০, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ পেয়েছে এক জেলে। তবে সামুদ্রিক এই মাছটিকে স্থানীয়রা কেউ চেনেন না। কেউ কেউ মাছটির নাম দিয়েছেন ‘পাখি মাছ’, অনেকে বলছেন গাং চ্যালা।

মূলত মাছের পিঠে বড় পাখা দেখে এমন নামকরণ করছে স্থানীয়রা। তবে, মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় ‘সেইল ফিশ’ বলছেন মৎস্য কর্মকর্তা।

ব্যবসায়ী শাহীন বলেন, ‘এত বড় পাখনাওয়ালা মাছ আগে কখনো দেখিনি। এটি দেখতে পাখির মতো। তাই অনেকে বলছে এটি পাখি মাছ।’

সরিষাবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে ‘সেইল ফিস’ বলে ধারণা করছি। লোনা পানির মাছ স্রোতের কারণে সাধু পানিতে চলে আসে।’

শুক্রবার (২০ আগস্ট) সকালে সুরুজ হাওলাদার নামে এক ব্যক্তি মাছটি সিরাজগঞ্জ রোড এলাকা থেকে কিনে নিয়ে আসেন। পরে তিনি স্থানীয়ভাবে এলাকার লোকজনের কাছে ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়