এবার পাকিস্তানে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল এবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন।

শনিবার পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল এ প্রস্তাব পেশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফ-এর শাহিদা আখতার আলীসহ বিরোধী দলগুলোর শতাধিক আইনপ্রণেতা ইতিমধ্যে এ প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন।

স্পিকার আসাদ কায়সারের পদ থেকে অপসারণের প্রস্তাবটি পাকিস্তানের সংবিধানের ৫৩ অনুচ্ছেদের ধারা-৭ এর অধীন।

এদিকে পিপিপি চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে টুইটার একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী ইমরান খান এবং স্পিকারকে ট্যাগ করেছেন তিনি এবং অনাস্থা প্রস্তাবের একটি অনুলিপিও ছবি আকারে সংযুক্ত করেছেন।

এর আগে গত মার্চ মাসে বিরোধীরা স্পিকার আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্যের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেয়।

 

সূত্রঃ যুগান্তর