এবার নাটকও কোয়ারান্টাইনে!

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা বাড়ছেই। তাই ভাইরাসটির সংক্রমণ রোধে সব ধরনের টভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইরেশ যাকের বলেন, ‘আগামী ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটক কিংবা ওয়েব সিরিজের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতি বুঝে করণীয় নির্ধারণ করা হবে। পরিস্থিতির ওপর নির্ভর করবে সময় বাড়ানো হবে কি-না।’

ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাজু মুনতাসির, ইরেশ যাকের, এস এ হক অলিকসহ আরো অনেকে। তারা জানান, এই মুহূর্তে বেশ কিছু নাটকের ইউনিট ঢাকার বাইরে অবস্থান করায় ২২ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। গতকাল তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি জানানো হয়।

এর আগে দেশের সব সিনেমা হল ও মঞ্চ নাটক প্রদর্শনের ঘোষণা আসে।