এবনে গোলাম সামাদের স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার এবনে গোলাম সামাদ গবেষণঅ কেন্দ্রের উদ্যোগে সোনাদিঘীর মোড়ে আরইউজে কার্যালয়ে এ স্মরণ সভা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এবনে গোলাম সামাদ এর জীবন ও কর্ম ভিত্তিক প্রকাশনা ” বহুমাত্রিক ” এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ।

অতিথি ছিলেন নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান, ফেসবুক পাঠশালা পেজ -এর পরিচালক সাহাদাত হোসাইন , কবি ও প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি ও প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, কলামিস্ট ও অধ্যাপক ইফতেখারল আলম মাসুদ , কথা সাহিত্যিক আবু নোমান, কবি ও কথাসাহিত্যিক মঈন শেখসহ কবি সাহিত্যিক, তার ভক্তগণ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জি/আর