এখনও আশাবাদী পুরান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রথম ওয়ানডে ৬ উইকেটে হারলেও সিরিজ জয়ের আশা ছাড়েননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস পুরান। শক্তভাবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ক্যারিবীয় অধিনায়ক।

মঙ্গলবার গণমাধ্যমে পুরান বলেছেন, ‘আমরা জানি, বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। আমি অনুভব করছি, আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার আমাদের দ্বিতীয় ম্যাচ। নিশ্চিত করতে হবে আমরা যেন নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মাঠে নামতে পারি। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’

দলগতভাবে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী পুরান। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বেশ ভালো দল। এখন সেটাই মাঠে প্রমাণ করতে হবে। আমাদের দলটি এখনও তরুণ। এখনও আমরা দলগতভাবে ভালো করতে পারছি না। আমরা নিজেদের নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরিই আমরা এই ক্রিকেটারদের নিয়েই ভালো দলে পরিণত হবো।’

‘ছেলেদের প্রত্যেকে মাঠে নিজেদের নিয়ে কাজ করতে দেখলে ভালো লাগে। অধিনায়ক হিসেবে এর থেকে বেশি কিছু আপনি চাইতে পারেন না। আমি আশা করছি, আমাদের শেখার প্রক্রিয়া শেষ হবে না। আমরা ম্যানেজমেন্ট থেকে সহযোগিতা পাচ্ছি। দর্শক, গণমাধ্যম এবং প্রত্যেকে আমাদের পাশে আছে। আমাদের ওপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারলেই আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারব।’

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন