একাই লড়লেন কোহলি, ভারতের সংগ্রহ ১৫৬

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ভারত। দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি।

কোহলির একার লাড়াইয়ে ১৫ ওভারে ৮৭ রান করা ভারত, শেষ ৫ ওভারে ৬৯ রান তুলে ৬ উইকেটে ১৫৬ রান করে। ৪৬ বলে ৮ চার ও চার ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন কোহলি। আগের ম্যাচে ৭৩ রান করেন তিনি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় জিততে ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ১৫৭ রান করতে হবে।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা অধিনায়ক ইয়ন মরগান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৪ রান যোগ করতেই ভারত হারায় ওপেনার লোকেশ রাহুল, রোহিত শর্মা ও ইশান কিশানের উইকেট।

চতুর্থ উইকেটে কোহলির সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ফেরেন ঋষভ পন্থ (২৫)। দলীয় ৮৬ রানে ফেরেন স্রেয়াশ আইয়ার (৯)। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান কোহলি।

ইনিংসের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পান্ডিয়া। তার আগে কোহলির সঙ্গে ৩৫ বলে গড়েন ৭০ রানের জুটি। তাদের এ জুটিতেই সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় ভারত।

পরপর দুই ইনিংসে শূনরানে আউট হওয়া ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টানা দুই ম্যাচে খেললেন ৭৩* ও ৭৭* রানের ইনিংস।