একসঙ্গে মদ পানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ৯ যুবক

নিজস্ব প্রতিবেদক

একসঙ্গে মদ পানে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ যুবক। তাদের বাড়ি কাটাখালি পৌরসভার সমসাদিপুর গ্রামে। রবিবার রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতাল পুলিশ সূত্র মতে, অসুস্থ ব্যক্তিরা সকলেই রয়েল নামক মদ্য পানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের অসুস্থ অবস্থায় সকলেই ভর্তি রামেক হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ভর্তি হোন।

তারা হলেন, ওই এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মণ্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫),  নুরুল ইসলামের ছেলে তাশিক (৩২),  আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ভাবলু (২৭),  সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন(৩০), রমজানের ছেলে পারভেজ (২২) ও চর শ্যামপুর এলাকার লালচানের ছেলে মিঠু (৩২)।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, থার্টি ফার্স্ট নাইটের পর থেকেই ভেজাল ও বিষাক্ত মদ্যপান করে হাসপাতালে অনেকেই ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গিয়েছে। এখনো হাসপাতলে নয়জন যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স/আর