সোমবার , ২৩ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

একশ বছর আগে চুরি হওয়া মূর্তি ভারতকে ফিরিয়ে দিচ্ছে কানাডা

Paris
নভেম্বর ২৩, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ

প্রায় একশ বছর আগে চুরি হয়ে গিয়েছিল ভারতের বারাণসীর একটি মন্দিরের দেবী অন্নপূর্ণার প্রাচীন মূর্তি। আর সেই মূর্তি পৌঁছে গিয়েছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারিতে।

‘ঐতিহাসিক ভুল’ সংশোধন করে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল কানাডা সরকার।

কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌১৯৩৬ সাল থেকে ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতেই ছিল মূর্তিটি।

যার নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জি ওই মূর্তি নিয়ে গিয়েছিলেন। সেই আর্ট গ্যালারিতে নিজের শিল্পকর্মের প্রদর্শনীর প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে শিল্পী দিব্যা মেহরার চোখে পড়ে প্রাচীন মূর্তিটি।

তিনি জানান, একশ বছরেরও বেশি সময় আগে মূর্তিটি চুরি গিয়েছিল। তারপরেই মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক