এক দিনে রাজশাহী নগরীতে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
একদিনে রাজশাহী নগরীতে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। রামেক হাসপাতাল ল্যাবে আজ মোট ৯৪ জনের করোনা পরীক্ষা হয়েছে।
নতুন করে আক্রান্ত করোনা রোগীরা হলেন, নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা শহীদুল্লাহ ৫৪। তিনি মিশন হাসপাতালে চিকিৎসাধীন। রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী আহসান ২০ ও রুহুল আমিন ৪২।
এছাড়াও নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা ও করোনায় মারা যাওয়া বন কর্মকর্তা শফিউর রহমানের দুই ছেলে-মেয়ে বনানী খাতুন ১৭ ও আবু সালেহ মোহাম্মদ নাসিম ২৪। তারা দুজন রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। গত মঙ্গলবার শফিউর রহমান মারা যান। তিনি কক্সবাজারে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে গত ২৭ মে তিনি রাজশাহীতে আসেন। তার গ্রামের বাড়ি নওগাঁর নিয়ামতপুরে। তবে পরিবার নিয়ে ভাড়া থাকতেন নগরীর কুমারপাড়া এলাকায়।
এছাড়াও আজ করোনা আক্রান্ত হওয়া আরেক ব্যক্তি হলেন নগরীর হেতেম খাঁ এলাকার বাসিন্দা ও নওগাঁ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোঃ সোহরাব ৫১ মিশন হাসপাতালে ভর্তি।
স/আর