একই মোটরসাইকেলে ৩ জন, অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সবারই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের কর্মী জাহেদ(১৬), রায়হান (১৭) ও আল-আমিন (১৬)।

সোমবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ টিঅ্যান্ডটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইন্টারনেট সার্ভিসের ৩ জন লাইনম্যান একটি মোটরসাইকেলযোগে লাইন তদারকি করতে যাচ্ছিলো। এ সময় টিঅ্যান্ডটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাদের আশংকাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। কিন্তু এর আগে সেখানেই রায়হানের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত আল-আমিনকে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয় তার।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, সিএনজি অটোরিকশার চালক মনির গাজীকে আটক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনই ফরিদগঞ্জের বাসিন্দা। তারা স্থানীয় ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো।

সূত্র: সমকাল