এআই পাবে প্রতিটি স্য়ামসাং ডিভাইস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ২০২০ সালের মধ্যে প্রতিটি ডিভাইসেই দেয়া হবে এআই প্রযুক্তি। অন্তত এমনটাই দাবী স্যামসাংয়ের। গতকাল এক সাক্ষাৎকারে স্যামসাং ইলেক্ট্রনিকসের এআই বিজনেস শাখার কর্মকর্তা মাহা পান্তিচ এটি বলেছেন।

পান্তিচ বর্তমানে ইমপেরিয়াল কলেজ লন্ডনে প্রফেসর পদেও কাজ করছেন। তার গবেষণা ক্ষেত্র স্যামসাং কেমব্রিজ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সেন্টার। তিনি বলেন, স্যামসাং সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এআই প্রযুক্তি তৈরি করে থাকে। যার লক্ষ্য, দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলা কোনো সেটআপ করার ঝামেলা ছাড়াই।

কিভাবে এআই প্রতিটি ডিভাইসে কাজে লাগানো হবে, সে প্রশ্নের উত্তরে প্রান্তিক বলেন, প্রতিটি ডিভাইস এক হলেও সকল ব্যবহারকারী একইভাবে তার প্রতিটি ফিচার ব্যবহার করেন না। অতএব ডিভাইসগুলোর কাজ হবে, ব্যবহারকারী ঠিক কিভাবে সেটি কাজে লাগান তা বুঝে নিয়ে সে অনুযায়ী ডিভাইসের ফিচারগুলোকে সাজিয়ে নেয়া। যাতে ব্যাটারিলাইফ, পারফরমেন্স ও আপডেট সুষ্ঠু ও সমন্বিতভাবে কাজ করে প্রতিটি স্যামসাং ডিভাইস।

গিজচায়না অবলম্বনে