শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উয়েফা ইউরোপা লিগের বর্ষসেরা খেলোয়াড় লুকাকু

Paris
অক্টোবর ৩, ২০২০ ৫:৩৩ অপরাহ্ণ

২০১৯-২০ মৌসুমে উয়েফা ইউরোপা লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।২৭ বছর বয়সী এই বেলজিয়ান ব্রুনো ফার্নান্দেস ও এভার বানেগাকে পিছনে ফেলে এই পুরস্কার জয় করে নেন। এবার নিয়ে চতুর্থবারের মত বর্ষসেরার এই পুরস্কার দিয়েছে উয়েফা।

শুক্রবার নিঁওনে আয়োজিত উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে লুকাকুকে বর্ষসেরা হিসেবে ঘোষণা দেয়া হয়। লুকাকুর বেলজিয়ান সতীর্থ এডেন হ্যাজার্ড গত বছর এই পুরস্কার জয় করেছিলেন। ইউরোপা লিগের নক আউট পর্বে ইন্টারের ছয়টি ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন লুকাকু। সব মিলিয়ে তিনি গোল করেছেন সাতটি, আর এসিস্ট করেছেন দুটিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে গত মৌসুমে লুকাকু গোল করেছেন ৩৪টি।

গত মৌসুমের গ্রুপ পর্বে খেলা ৪৮টি ক্লাবের কোচদের নিয়ে জুরি বোর্ড গঠন করা হয়েছিল। সাথে ছিল ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া গ্রুপের বাছাইকৃত ৫৫জন সাংবাদিক ও উয়েফা সদস্য দেশগুলোর একজন করে প্রতিনিধির ভোট। জুরি সদস্যরা প্রত্যেকেই তিনজন শীর্ষ খেলোয়াড় বাছাই করেছিলেন। যাদের মধ্যে প্রথমজন পেয়েছেন পাঁচ পয়েন্ট, দ্বিতীয়জন তিন ও তৃতীয়জন পেয়েছেন এক পয়েন্ট। কোচদের নিজ নিজ দলের কাউকে ভোট দেবার এখতিয়ার নেই।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা