উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই তাসভিরকে গ্রেফতার: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দলের নেতা তাসভির-উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, বনানীর আগুনের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানো সরকারি যে অপচেষ্টা সেটি বাস্তবায়নে তাসভিরকে গ্রেফতার নাটক করা হয়েছে।

‘এই বিল্ডিংয়ের সঙ্গে তাসভিরের সম্পর্ক কী? ওইটার তো তিনি মালিক নন। ওই বিল্ডিংয়ের ডেভেলপারও তো তিনি নন। তা হলে কেন তাকে গ্রেফতার করলেন রাতে। জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে সব কিছুর সঙ্গে বিএনপি জড়িত’-বলেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় শনিবার রাতে ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির-উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।