উখিয়া সীমান্তে পড়ে আছে কয়েকটি অজ্ঞাত মরদেহ

সিল্কসিটি নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অজ্ঞাতনামা কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকেও উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকায় সীমান্তে মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার ৩/৪ জনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার এই পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে দুই নারী ও দুই শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে। বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন একজনের মরদেহ দেখতে পায়। শুক্রবার সীমান্তে আরও ২/৩ জনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পালংখালীর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, ‘মঙ্গলবারে সীমান্ত মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়। সেদিন হেলিকপ্টার থেকে গোলা ছুড়ে মিয়ানমারের সেনাবাহিনী। সেই গুলিতে তাদের মৃত্যু হতে পারে।’

তিনি আরও বলেন, গ্রামবাসীর ধারণা মরদেহগুলো মিয়ানমারের নাগরিকের।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘লোকমুখে আমরাও সীমান্তে কয়েক জনের মরদেহ পড়ে রয়েছে বলে শুনেছি। তবে সীমান্তে আমরা যেতে পারি না। তাই কয়জনের মরদেহ আছে তা আমরা নিশ্চিত হতে পারিনি। উদ্ধারও করতে পারিনি।’