উইন্ডোজ ৭ ব্যবহারে গুনতে হবে মাসিক ফি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ২০২০ সালের পর উইন্ডোজ ৭ ব্যবহারে গুনতে হবে মাসিক ফি। মাইক্রোসফট এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত উইন্ডোজ ৭ যতোগুলো নিরাপত্তা আপডেট পাবে, সেগুলো দেওয়া হবে মাসিক ফির বিনিময়ে।

প্রায় ৯ বছর আগে প্রথম বাজারে এসেছিল উইন্ডোজ ৭। এরপর উইন্ডোজের ৮, ৮.১ ও ১০ সংস্করণ বাজারে এলেও উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা একেবারে ফুরিয়ে যায়নি। বিশ্বে এখনও নানাবিধ কারণে উইন্ডোজ ৭ ব্যবহার করছেন এমন মানুষের সংখ্যা অনেক। তাদের পিসি নিরাপদ রাখতে এখনও মাইক্রোসফট একের পর এক নিরাপত্তা আপডেট বিনামূল্যে দিয়ে যাচ্ছে।

মূলত ব্যবসায়ীক ও এন্টারপ্রাইজ ক্রেতাদের কথা মাথায় রেখেই মাইক্রোসফট এ সেবা চালু করতে যাচ্ছে। অনেক প্রফেশনাল সফটওয়্যারের জন্য পুরাতন হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেমের প্রয়োজন।

তবে ২০২৩ সালের পর আর উইন্ডোজ ৭ আপডেট পাবে না। একসময় সব ব্যবহারকারীকেই উইন্ডোজ ১০ বা অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করা শুরু করতে হবে।

গিজচায়না অবলম্বনে