অ্যাপলের নজর ভিডিও স্ট্রিমিংয়ে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বে একটা বড় বাজার এখন তৈরি হয়েছে অনলাইনে ভিডিও স্ট্রিমিংয়ের। বাজারটির পুরোটাই বলা যায় দখলে রেখেছে নেটফ্লিক্স ও হুলুসহ কয়েকটি প্রতিষ্ঠান।

সেই বাজারে এবার নজর দিচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। তারাও ভিডিও স্ট্রিমিংয়ে কাজ করতে চায়, যার প্রাথমিক ধাপ নিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানটি দুটি ফিচার ফিল্ম বা সিনেমার স্বত্ব কিনে নিয়ে সেটাই করতে চায়।

অ্যাপল টেলিভিশন ও সিনেমার জগতে প্রবেশ করতে চায় বলেই দুটি সিনেমার বৈশ্বিক স্বত্ব কিনে নিয়েছে। ভিক্টোরিয়া স্টোন এবং মার্ক ডিবেলসের সিনেমা ‘দ্য এলিফেন্ট কুইন’ ও অ্যানিমেশন সিনেমা ‘দ্য ওলফওয়াকারস’।

ডেডলাইন ডটকম নামের এক ওয়েবসাইট রোববার জানায়, অ্যাপলের ভিডিও ডিভিশনের প্রধান জ্যাক ভ্যান আমবার্গ ও জামিয়া এরলিস্ট গত সপ্তাহে হয়ে যাওয়া টরেন্টো ফিল্ম ফেস্টিভালে ‘দ্য এলিফেন্ট কুইন’ নিয়ে আত্মপ্রকাশ করেন।

একটি হাতি অ্যাথেনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী এগোতে থাকে।

দুইবার অস্কারে মনোনিত টম মুরের অ্যানিমেশন ফিল্ম ওলফওয়াকার্স। যেখানে তরুণ শিকারি তার বাবার সঙ্গে আয়ারল্যান্ডে যান নেকড়ে শিকার করতে।

তবে এবার দেখার বিষয় চরম জনপ্রিয় হয়ে ওঠা নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে কিনা অ্যাপল।