ঈশ্বরদীতে জাল দলিল করার চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে ব্যাংকের ঋণ করতে জাল দলিল করার চেষ্টার সময় এক ব্যক্তিকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল বুধবার বিকেলে নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেন।
জানা যায়, নজরুল ইসলাম নামের ওই ব্যক্তি জাল খারিজ ও খাজনার চেকসহ উত্তরা ব্যাংকের এক কর্মকর্তার মাধ্যমে মর্টগেজ করতে যান ঈশ্বরদী সাব রেজিস্টারের কার্যালয়ে। এসময় সাবরেজিস্ট্রার রাফায়েল ফাতেমী কাগজপত্র ভুয়া বুঝতে পেরে ওই ব্যক্তিকে কৌশলে আটক করেন।
পরে নজরুল ইসলামকে সহকারী কমিশনারের (ভূমি) পাঠানো হয়। এসময় কাগজপত্র ভুয়া প্রমাণ হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল ভ্রাম্যমান আদালত বসিয়ে নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেন।
স/আর