ঈশ্বরদীতে চিকিৎসকসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

পাবনার ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

রোববার (৭ জুন) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তরা হলেন- ড. উম্মে হাবিবা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক), আবু সাঈদ, মাসুদ মিয়া ও শামসুল হক। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে তাদে ৪ জনের করোনা শনাক্ত করা হয়। বাকি দুজনের করা শনাক্ত হয় ঢাকা ল্যাবে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ড. আসমা জানান, ঢাকা ল্যাবে ঈশ্বরদীর দুজনের করোনা শনাক্ত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

 

সুত্রঃ জাগো নিউজ