ঈদ শুভেচ্ছায় যা বললেন করিম বেনজেমা (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা করিম বেনজেমা। অনেকের মতে, এ ফরাসি তারকা ছাড়া রিয়াল অনেকটাই অচল।

সে কথা গর্ব করেই স্বীকার করে স্প্যানিশ ক্লাবটি। ক্লাবটি যে বেনজেমা নির্ভর হয়ে পড়েছে তা বলা যেতেই পারে।

বেনজেমার সাম্প্রতিক পারফরম্যান্সও তাই বলছে।

অবিশ্বাস্য এক মৌসুম কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। দলকে লিগ জিতিয়েছেন, চ্যাম্পিয়নস লিগেও দলকে প্রায় একাই টেনে নিচ্ছেন। এখন পর্যন্ত এই মৌসুমে ৪২ ম্যাচে মাঠে নেমে করেছেন সমান ৪২ গোল!

এ ফরাসি তারকা মুসলিম। তার পুরো নাম করিম মোস্তফা বেনজেমা। ফ্রান্সের লিওন শহরে মুসলিম দম্পতি হাফিদ বেনজেমা ওয়াহিদা জেব্বারার ঘর জন্ম তার।

সমগ্র মুসলিমবিশ্বের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন বেনজেমাও।

সোমবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে নিজের টুইটার ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বেনজেমা।

যেখানে আরবি দোয়া তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম (আল্লাহ আমার ও আপনাদের সকল নেক আমল সমূহ কবুল করুন) বলে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আলজেরীয় বংশোদ্ভূত এই ফরাসি ফুটবলার।

ভিডিওর ক্যাপশনে বেনজেমা লিখেছেন, ‘বিশ্বের সকল মুসলমানদের ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।’

 

আগামী ৫ মে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবেন বেনজেমার দল। প্রথম লেগে সিটির মাঠ ইতিহাদে ৩-৪ গোলে হেরে গেলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

 

সূত্রঃ যুগান্তর