ঈদে জমেছে শো-রুম গুলোতে মোবাইল বিক্রি

নিজস্ব প্রতিবেদক:

ঈদুকে ঘিরে জমেছে মোবাইলে কেনাকাটা। বর্তমান যুগের সাথে তার মিলিয়ে সবাই চাই অ্যানড্রুয়েড ফোন ব্যবহার করতে। তাই এ  মুহূর্তে সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে মোবাইল ফোনের বাজারে। সময়ের সাথে আধুনিকতার ছোয়া লাগায় মানুষের জীবনে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের হওয়া এবার দেখা যাচ্ছে ঈদের বাজারেও। তরুণ-তরুণীদের কেনাকাটায় পোশাক-পরিচ্ছদের পাশাপাশি দেখা যাচ্ছে প্রযুক্তিপণ্য কেনার প্রবণতা।

মোবাইল ফোনের বাজার ঘুরে জানা গেল, যুগের সাথে তাল মিলিয়ে ঈদে মানুষের প্রচলিত চাহিদায় সাথে যুক্ত হয়েছে মোবাইল ফোন কেনার চহিদা।

বর্তমানে অ্যানড্রুয়েড ফোন সাথে থাকলে বিশ্বের সব কিছু তথ্য যেন নিজের পকেটে থাকে।  মোবাইলে টিভি দেখা, গান শোনা, ছবি তোলা, ভিডিও দেখা, ইন্টারনেট, গেমসসহ বিনোদনমূলক সব সেবা উপভোগের সুযোগ থাকায় অন্য যে কোনো প্রযুক্তি পণ্যের চেয়ে মোবাইল ফোনই বেশি কিনছে । এ মুহূর্তে মোবাইল ফোনপ্রেমীদের এ আগ্রহের সুযোগ নিয়ে দেশের মোবাইল আমদানীকারক প্রতিষ্ঠানগুলোও প্রতিনিয়ত আনছে বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন মডেলের মোবাইল ফোন। এরই মধ্যে ঈদকে ঘিরে দেশের মোবাইল বাজারে বেশ কিছু পরিচিত ও অপরিচিত ব্রান্ডের নতুন মডেলের মোবাইল ফোন এসেছে।

এবারের ঈদের বাজার ঘুরে দেখা গেল রাজশাহীর বাজারে মোবাইল ফোন ক্রেতাদের মূল আকর্ষণ হল নতুন ব্র্যান্ড এবং স্বল্পমূল্যের স্মার্টফোন। স্যামসাং, নকিয়া(মাইক্রোসফট) এইচ টি সি,আসুস, সিম্পোনি, অপপো, হাওযায়, ওয়ালটন মোবাইল ফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। তাছাড়াও কিংস্টার, প্রিন্ট, মাইক্রোম্যাক্স, কংকা, স্মার্ট মোবাইল, জিটাইড, সেল ওয়ান, ম্যাক্সিমাস, ভিএসঅ্যান্ডমি, আইটেল, টেকনো, আইমোবাইলসহ নতুন ব্র্যান্ড ও মডেলের মোবাইল ফোনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

মোবাইল বিক্রিতে এগিয়ে হাওযায় y32, y62, y52, gR 370 gr5m । এছাড়া সিমফোনি i10, p9, s20V বেশি বিক্রি হচ্ছে। লাভা 820,870, r1। ব্যবসায়ীরা জানায়, এসব মোবাইলগুলো সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মোবাইল হাটে ব্যবসায়ী মিথুন সিল্কসিটিনিউজকে বলেন, ‘এবার ঈদকে সামনে রেখে ক্রেতাদের মোবাইল ফোন কেনার  চাহিদা বেশ ভাল। তারা তাদের সাধ্যমত বিভিন্ন মডেলের মোবাইল ফোনটি বেছে নিচ্ছে। প্রতিদিন গড়ে কমপক্ষে হলেও ২০টি মোবাইল ফোন বিক্রি হচ্ছে।”

সিম্পোনি শো রুমের একজিকিউটিভ মেহেদী হাসান সিল্কসিটিনিউজকে বলেন, ‘প্রতি ঈদের ন্যায় এবারও সিম্পোনি ফোন গুলোতে আফার আছে। সর্বচ্চো ১৮০০ টাকা থেকে সর্বনিম্ন ৫০০ টাকা পর্যন্ত ছাড় আছে।

তিনি আরও বলেন, ‘এবার রোজার শুরু থেকেই মোবাইল ফোন কিনতে আসছে ক্রেতা। এখন মাসের শেষ হওয়ায় এখন একটু হালকা হচ্ছে। প্রতিদন গড়ে ২০ তেকে ২২টা ফোন বিক্রী হচ্ছে। মাসের শুরুতে হয়তো সেল বাড়বে।’

এছাড়াও নকিয়া, অপপো, হাওয়ায়ের ভিভিন্ন মোবাইল ফোন বিভিন্ন  রোজার শুরু থেকেই কমমূল্যে বিক্রী হচ্ছে। এবার ঈদ উপলক্ষে সবধরনের মোবাইলে কিছু না কিছু ছাড় রেখেছে মোম্পানি গুলো।

আরেক ক্রেতা মাসুদ হোসেন সিল্কসিটিনিউজকে বলেন, ‘আমি ফোন দেখছি পছন্দ হলে নিবো। এবার ঈদে স্যামসাং ফোনে কি ছাড় আছে তা দেখছি । স্মার্ট ফোন তো লাগবেই তাই বাজারে কাপড়ের দোকানে যাওয়ার আগে মোবাইল শো রুমে আসছি।’

মোবাইল ফোন ক্রেতা আনোয়ার হোসেন সিল্কসিটিনিউজকে জানান, মোবাইল বিভিন্ন কোমম্পানি গুলো  ঈদে কিছু না কিছু ছাড় দেয় সেই ছাওড়র সুযোগে একটা মোবাইল কিনে নিলাম।

 

 

স/আ