ঈদযাত্রা, ভিড় বাড়ছে ফিরতি ট্রেনের 

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সোমবারের (১৫ এপ্রিল) এসব ট্রেনের টিকিট ১০ দিন আগে বিক্রি করেছে রেলওয়ে।

এদিন সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের ফিরতি যাত্রার প্রথম দুইদিন ফাঁকা থাকলেও এখন এসে ট্রেনে চাপ বাড়ছে।

ভোর রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে। এসবের মধ্যে পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেনটি সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

এ ট্রেনের যাত্রী শফিকুর রহমান বলেন, আজ থেকে অফিস শুরু হয়েছে। এখান থেকেই অফিসের উদ্দেশ্য চলে যাবো। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় অনেক ঘোরাঘুরি করতে পেরেছি।

ছেলে-মেয়ে স্কুল কয়েকদিন পরে খুলবে এজন্য আমার স্ত্রী আরও কয়েকদিন পরে তাদের নিয়ে ফিরবেন, বলেন এ যাত্রী।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সকাল থেকে পৌনে বারোটা পর্যন্ত ঢাকায় ১৪টি ট্রেন এসেছে আর ১১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের অনেক ভিড় ছিল।

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৯ এপ্রিল অগ্রিম বিক্রি করেছে।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর দুই ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।