ইসরাইলি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে জেরুজালেমে বিক্ষোভ

পবিত্র নগরী জেরুজালেমের শেখ জারা থেকে কয়েকটি মুসলিম পরিবারকে ইসরাইলি বাহিনীর উচ্ছেদের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনিরা।

ইহুদিবাদী দেশটির নিম্ন আদালত ইতিমধ্যে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছে।

এ ব্যাপারে আগামী ২ আগস্ট ইসরাইলের সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণেই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার থেকে জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসার সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন শেখ জারার বাসিন্দাসহ ফিলিস্তিনিরা।

এ বিয়ষটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসে গত মে মাসে ইসরাইল-হামাস ১১ দিনের যুদ্ধের ঘটনায়।

সেসময় কট্টর ও উগ্রপন্থি ইহুদিরা ইসরাইলি সেনাবাহিনীর সহযোগিতায় শেখ জারায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে মানবাধিকার কর্মীসহ সাধারণ ফিলিস্তিনিরা এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।

প্রচণ্ড প্রতিরোধের মুখে পিছু হটলেও ইসরাইল ব্যাপক ধরপাকড় ও হামলা চালায় ফিলিস্তিনিদের ওপর।

শুধু তাই নয়, সেনাবাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় মুসল্লিদের ওপর বর্বতা চালায় উগ্রপন্থি ইহুদিরা।

এর ফলে যুদ্ধে জড়ায় হামাস।১১ দিনের যুদ্ধে ফিলিস্তিনি আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ২৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

পরে এ ঘটনার জন্য ইসরাইলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো।

 

সূত্রঃ যুগান্তর