ইলেকট্রিক দোকান কর্মচারীদের হাতে ত্রাণ তুলে দিলেন এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নগরীর ইলেকট্রিক দোকান কর্মচারীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন। নগরীর হড়গ্রাম এলাকায় সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন তিনি। মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ এই ত্রাণ বিতরণের আয়োজন করেন।

এ সময় নগরীর বিভিন্ন ইলেকট্রিকের দোকানের ১৭০ জন কর্মচারীর হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর ব্যাগ তুলে দেয়া হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে দোকান-পাট বন্ধ থাকায় বেকায়দায় পড়েছিলেন তারা। মুজিব আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ তাদের খাদ্যসহায়তা দিল।
ত্রাণসামগ্রী বিতরণকালে প্রকৌশলীদের পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম নিপু, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অফিসার্স অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ রনি, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স/আর

 

আরও পড়ুন:

রাজশাহী নগরীতে ত্রাণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ