ইরানে স্কুলের দেয়ালে ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলটসহ নিহত তিন

ইরানের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরাঞ্চলের তেব্রিজ শহরের একটি বিদ্যালয়ের দেয়ালে পড়ে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবারের এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলটসহ তিনজন নিহত হয়েছেন।

এফ-৫ যুদ্ধবিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি ব্যবহার করত ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র শাহিন ত্বকী-খানি বলেছেন, সকাল ৯টায় স্কুল চালু হওয়ার কিছুক্ষণ আগে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিদ্যালয় বন্ধ ছিল।

তিনি আরো বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হচ্ছে।

দুর্ঘটনায় বিমানের পাইলট এবং প্রশিক্ষণার্থী আরেক পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনাস্থলে গাড়িতে থাকা একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল বাহিনীর কর্মীরা। টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, দমকল বাহিনী আসার পরেও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানে এ ধরনের দুর্ঘটনা বহুবার ঘটেছে। তার মধ্যে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের তৈরি করা বিমানে। ১৯৭৯ সালের আগে যুক্তরাষ্ট্র থেকে সেগুলো কেনা হয়েছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ