ইরানের বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরবরাহকারীদের লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গতকাল বুধবার এক ঘোষণায় জানিয়েছে, একজন এজেন্ট এবং তার কম্পানিগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সন্দেহভাজন ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর দ্বারা ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সমর্থন করার জন্য ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অভিযুক্ত করা হয়েছে।

রয়টার্স বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তির নাম মুহাম্মদ আলী হোসেইনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যেসব কম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কম্পানি, সেপেহর দেলিজান ক্যানোপি কম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কম্পানি।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সহযোগিতার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ